পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে হাজি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই মার্কেটের অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ন৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাড়ে ১২টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। একটি পেট্রলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ’
পাবনার সুজানগরে হাজি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই মার্কেটের অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ন৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাড়ে ১২টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। একটি পেট্রলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ’
রাজধানীর পল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে রিমান্ড শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেজনবান্ধব পাবলিক সার্ভিস তৈরি, ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগেসকালেই ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের। সমস্ত প্রস্তুতি শেষ। ব্যাগও গুছিয়ে রেখেছেন। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে তাঁর। সব ফেলে ছুটে যান আগুন নেভাতে। কিন্তু সচিবালয়ের আগুন নেভার আগেই নিভে যায় নয়নের জীবন প্রদীপ।
২৬ মিনিট আগেপাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নবনির্মিত প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সাইদুর রহমান।
৪১ মিনিট আগে