Ajker Patrika

কিশোরকে উল্টো করে ঝুলিয়ে পেটালেন মেম্বার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ২০: ১৮
কিশোরকে উল্টো করে ঝুলিয়ে পেটালেন মেম্বার

পাওনা টাকা না দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরের বাবা।

গতকাল রোববার সিরাজগঞ্জ আদালতে মামলা করেন ভুক্তভোগী কিশোরের বাবা হাসিনুর রহমান। এতে আসামি করা হয় সগুনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন সরদারসহ তিনজনকে।

নির্যাতনের শিকার কিশোরের নাম মো. জুয়েল হোসেন (১৭)। সে পার্শ্ববর্তী নওখাদা গ্রামের হাসিনুর রহমানের ছেলে। আর অভিযুক্ত ইউপি সদস্য সুজন সরদার ঈশ্বরপুর গ্রামের মন্টু সরদারের ছেলে।

আজ সোমবার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জনসম্মুখে আসে। এর আগে শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের রায়হানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুয়েল হোসেনের কাছ থেকে কিছু টাকা পাওনা ছিলেন সুজন সরদার। কিন্তু নানা কারণে জুয়েল সে টাকা পরিশোধ করতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ইউপি সদস্য সুজন লোক পাঠিয়ে জুয়েলকে বাড়ি থেকে ডেকে আনেন। পরে ঈশ্বরপুর গ্রামের রায়হানের চায়ের দোকান এনে তাকে ঘরের আড়ার সঙ্গে বেঁধে উল্টো করে পা ঝুলিয়ে বেধড়ক পেটাতে থাকেন ইউপি সদস্য ও তাঁর লোকজন। যা থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী চলে। একপর্যায়ে লোকজন ইউপি সদস্য এবং তাঁর লোকজনকে অনুরোধ করে থামান।

ছেলেকে নির্যাতন প্রসঙ্গে জুয়েলের বাবা হাসিনুর রহমান জানান, তাঁর ছেলেকে অন্যায়ভাবে ইউপি সদস্য সুজন ও তাঁর লোকজন নির্যাতন করেছেন। এতে তাঁর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তিনি এর বিচার দাবি করেন।

এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য সুজন সরদার।

জানতে চাইলে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘ওই কিশোরকে মারধরের একটি ভিডিও দেখেছি। পাশাপাশি নির্যাতিত জুয়েলের স্বজনেরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।’

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত