Ajker Patrika

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২: ২৪
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাসটির চালক। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোহাম্মদ জসিম উদ্দিন প্রামাণিক (৬৪), তাঁর দুই ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫) ও মো. কামাল হোসেন (৩২) এবং জসীমউদ্দীনের দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১)। তাঁদের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ভাঙ্গাপাড়া গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রাত ৩টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়। 

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত