শিবগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টুটুল ইসলাম (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় তাঁর শাশুড়ি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে শাবলের আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, টুটুল দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়ি আসে। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে মেয়ের জামাই টুটুলের বাড়ি বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে টুটুল তাঁর শাশুড়ির ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই সাকিনার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত