নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বৃদ্ধা নিহত

 নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৬
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৮
উল্টে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়। আজ বুধবার সকালে উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে পোরশা থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁ সদরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই নূর বানু মারা যান। এ ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, তিন দিন ধরে এলাকার সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত