Ajker Patrika

শিবগঞ্জে প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ভোর ৬টার দিকে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত সোমবার জমি সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত আনারুল ইসলাম উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামানিকের ছেলে। 

স্থানীয়রা জানান, হুদাবালা গ্রামের আবু বক্বর সিদ্দিকের সঙ্গে তাঁর চাচাতো ভাই আনারুলের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন আনারুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। 

শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) আইনুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রুমা ও রহিমা নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত