আত্রাইয়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৪, ১৪: ৪৭
Thumbnail image

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আহসানগঞ্জ ইউপি সদস্য ঘোষপাড়া গ্রামের আবুল কাশেম খামারুর ছেলে সামছুর রহমান লিচু, খোলাপাড়া গ্রামের রফাতুল্লার ছেলে আকবর আলী এবং বড় শিমলা গ্রামের বাবলুর ছেলে সাইদুল ইসলাম। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকবর আলী চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এ ছাড়া ইউপি সদস্য সামছুর রহমান লিচু ও সাইদুল ইসলামের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে কী সংক্রান্ত মামলার পরোয়ানা ছিল তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত