এতিমখানা ও মাদ্রাসায় কাশিনাথপুর সোসাইটির শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞপ্তি  
Thumbnail image
কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি: সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ হয়েছে। গতকাল শুক্রবার পাবনার বৃহত্তর কাশিনাথপুর এলাকার আটটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় বিতরণ হয় এসব শীতবস্ত্র।

শীতবস্ত্র পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পাবনার আমিনপুর থানার নান্দিয়ারা দারুল উলুম কাওমিয়া হাফিজিয়া বাতেনিয়া মাদ্রাসা, নগরবাড়ি শ্রীনিবাশদিয়া ইউসুফিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সৈয়দপুর মালেক মিয়া এতিমখানা, নয়াবাড়ি জামিয়া মাদানিয়া আকমালুল উলুম কওমি মাদ্রাসা এবং আহাম্মদপুর উত্তরপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এ ছাড়া সাথিয়া থানার সমাসনারী জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, পাইকরহাটি এতিমখানা ও মাদ্রাসা, কাশিনাথপুর কারিমিয়া বহুমুখী মাদ্রাসার কয়েকশ এতিম ও শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির পক্ষে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কবি ও গীতিকার হুমায়ন কবির, মো. আসাদুজ্জামান সুজন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. তোফায়েল আহমেদ সিন্টু, সোয়েব রায়হান, মো. মাসুদুর রহমান রিপন, মো. সোহেল আহমেদ জিন্নাহ, এ এন এম শফিকুল করিম তনু, মো. সাব্বির আহমেদ সবুজ, সজীব মৃধা, শাকিল হোসেন তনু, মো. আব্দুল্লাহ, মো. সাকিব হোসেন সাকিল, মো. সাদ মাহমুদ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সার্বিকভাবে পরিচালনা করেন মো. শাহীদুল ইসলাম।

ঢাকায় অবস্থানকারী পাবনার বৃহত্তর কাশিনাথপুর (আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর ও সুজানগর উপজেলা) অধিবাসীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, এলাকার সবার সঙ্গে মেলবন্ধন তৈরি এবং বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক সহযোগিতামূলক কার্যক্রমের উদ্দেশ্যে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করে। তারই ধারাবাহিকতা বেশ কয়েকবার প্রোগ্রাম করে ঢাকায় ইফতার মাহফিল, দেশের গত বছরের বন্যায় বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির পক্ষ থেকে খাবার প্রদান, বৃহত্তর কাশিনাথপুর এলাকায় ঈদে দুস্থদের মাঝে খাবার বিতরণ উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত