Ajker Patrika

আ. লীগ কার্যালয়ে হামলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আ. লীগ কার্যালয়ে হামলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার 

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বোমা হামলা, ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘মামলায় উল্লেখ করা হয়েছে গত ৩০ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা চলছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের ভিতরে প্রবেশ করে টেবিল চেয়ার ভাঙচুর করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আইনুল হকসহ ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় গতকাল শুক্রবার রাতে ছাত্রদল নেতা বাদশা ফাহাদ আব্বাসীকে গ্রেপ্তার করে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত