চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম শান্ত (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই সেনাসদস্যের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে। স্থানীয়রা দুপুরে কবরস্থানসংলগ্ন নবী নূরের বাড়ির সামনের একটি বাগানে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা এবং চোখ-মুখও বাঁধা অবস্থায় ছিল।’
তিনি বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে। কোনো পরিচয়পত্র না পেলেও পরবর্তীতে আমরা তাঁর পরিচয় নিশ্চিত করি, তিনি সেনাসদস্য।’
ওসি আরও বলেন, ‘শরিফুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থেকে খুলনায় ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেনাবাহিনীর সদস্যদের একটি দল ও পুলিশ সদস্যরা হাসপাতালে অবস্থান করছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’
জান্নাতুল মওলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দীন কাকন বলেন, ‘দুপুরে খবর পাই কবরস্থানসংলগ্ন বাগানে অজ্ঞাত এক যুবক হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা-পুলিশ অচেতন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবার বা অন্য কোনো মাধ্যমে তাঁর শরীরে চেতনানাশক প্রয়োগের ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন। চেতনা ফিরতে ১২ ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত সময় লাগতে পারে।’
এ দিকে আজ রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (শরিফুল ইসলাম শান্ত) সেনা সদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে এখনো তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নারীঘটিত কারণে তিনি চুয়াডাঙ্গায় এসেছিলেন এবং এমন ঘটনা ঘটতে পারে।’
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম শান্ত (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই সেনাসদস্যের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে। স্থানীয়রা দুপুরে কবরস্থানসংলগ্ন নবী নূরের বাড়ির সামনের একটি বাগানে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা এবং চোখ-মুখও বাঁধা অবস্থায় ছিল।’
তিনি বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে। কোনো পরিচয়পত্র না পেলেও পরবর্তীতে আমরা তাঁর পরিচয় নিশ্চিত করি, তিনি সেনাসদস্য।’
ওসি আরও বলেন, ‘শরিফুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থেকে খুলনায় ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেনাবাহিনীর সদস্যদের একটি দল ও পুলিশ সদস্যরা হাসপাতালে অবস্থান করছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’
জান্নাতুল মওলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দীন কাকন বলেন, ‘দুপুরে খবর পাই কবরস্থানসংলগ্ন বাগানে অজ্ঞাত এক যুবক হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা-পুলিশ অচেতন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবার বা অন্য কোনো মাধ্যমে তাঁর শরীরে চেতনানাশক প্রয়োগের ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন। চেতনা ফিরতে ১২ ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত সময় লাগতে পারে।’
এ দিকে আজ রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (শরিফুল ইসলাম শান্ত) সেনা সদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে এখনো তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নারীঘটিত কারণে তিনি চুয়াডাঙ্গায় এসেছিলেন এবং এমন ঘটনা ঘটতে পারে।’
রাজধানীর মোহাম্মদপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল ও তাঁর দুই স্বজনকে মারধর ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার পর একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান।
১ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আলামিন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যার আগে পৌর শহরের পুরাতন থানার পেছনের সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে। হামলায় আলামিন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের
২২ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই ইউনিয়নের সুখছড়ি কামার দীঘিপাড়স্থ নতুনপাড়ার প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জান্নাত তানজুম (৮) ও মো.
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো রঙের কালি লাগিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ম্যুরালের নিচে লেখা নামও বিকৃত করেছে দুর্বৃত্তরা। এমন একটি ছবি দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে