বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে মারা যাওয়া আইনজীবীর সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৩) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
আজ শনিবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব বগুড়া জেলা জজ আদালতে অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জুর সহকারী ছিলেন। তিনি শাজাহান পুর উপজেলার জোড়া দামোদার পাড়ার আব্দুর কুদ্দুস বাবলুর ছেলে।
গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমান হাবিবকে বগুড়া জেলা জজ আদালতের সামনে রাস্তা থেকে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, হেফাজতে থাকা কালে অসুস্থ হয়ে পড়লে হাবিবকে পুলিশ পাহারায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। শাজাহানপুর থানার খুকি বেওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশ তাঁকে আটক করেছিল।
হাবিবের মৃত্যুর পর ওই রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। হাবিবের পরিবারে পক্ষ থেকে ডিবি পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলেও তাঁরা এ ঘটনায় মামলা করেননি।
হাবিবের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমার মতে, হাবিবের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছিল।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। এ কারণে থানায় করা ইউডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
বগুড়ায় ডিবি পুলিশ হেফাজতে মারা যাওয়া আইনজীবীর সহকারী হাবিবুর রহমান হাবিব (৪৩) হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
আজ শনিবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব বগুড়া জেলা জজ আদালতে অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জুর সহকারী ছিলেন। তিনি শাজাহান পুর উপজেলার জোড়া দামোদার পাড়ার আব্দুর কুদ্দুস বাবলুর ছেলে।
গত ৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমান হাবিবকে বগুড়া জেলা জজ আদালতের সামনে রাস্তা থেকে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, হেফাজতে থাকা কালে অসুস্থ হয়ে পড়লে হাবিবকে পুলিশ পাহারায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। শাজাহানপুর থানার খুকি বেওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবি পুলিশ তাঁকে আটক করেছিল।
হাবিবের মৃত্যুর পর ওই রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে। হাবিবের পরিবারে পক্ষ থেকে ডিবি পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলেও তাঁরা এ ঘটনায় মামলা করেননি।
হাবিবের মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমার মতে, হাবিবের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণে হয়েছিল।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। এ কারণে থানায় করা ইউডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১৩ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১৭ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন...
৩৬ মিনিট আগে