বাঘায় কর্মীকে বিএনপির এক গ্রুপ আটকাল, ছাড়াল আরেক গ্রুপ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২২: ৩১
Thumbnail image

রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।

জানা গেছে, গত বুধবার রাতে বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনজুরুল হাসান ওরফে মুনজু সরকারকে বাউসা বাজার থেকে আটক করে রাজশাহী ডিবি পুলিশ। পরে তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। রাতভর দলের নেতাদের তদবিরেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।

এরপর গতকাল বৃহস্পতিবার সকালে মুনজু সরকারের পক্ষের নেতা-কর্মীরা থানায় গিয়ে তদবির করে তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন।

মুনজু সরকার জেলা বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী বলে জানা গেছে। অন্যদিকে, বাউসা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি রেজাউল করিমকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।

মুনজু সরকারের পক্ষের নেতাদের অভিযোগ, রেজাউল করিম দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁদের দাবি, রেজাউল করিমই মুনজু সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং আওয়ামী লীগ সমর্থিত লোকজনকে ব্যবহার করে বিএনপি কর্মীদের হয়রানি করছেন।

রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, মুনজু সরকার ও তাঁর প্রয়াত বাবা বিএনপির সক্রিয় কর্মী হলেও তাঁরা আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং বর্তমান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর আত্মীয়তার সুবাদে ভোট করেছেন এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মুনজু সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

দলের একাংশ বলছে, এই ঘটনাগুলোতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হচ্ছে। গ্রুপিংয়ের কারণে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় বিভক্তি দ্রুত নিরসনের দাবি উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত