Ajker Patrika

ট্রেনের ধাক্কায় নবজাতকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ৪৭
ট্রেনের ধাক্কায় নবজাতকের মৃত্যু

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মারদিয়া (১৫ দিন) নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তাঁর স্ত্রী ও নবজাতক যমজ দুই বাচ্চা এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে আকাশতারা এলাকায় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনের ক্রসিংয়ের জন্য রেললাইনের পাশে তাঁদের মাইক্রোবাসটি থামান। কিন্তু মাইক্রোবাস রেললাইনের পাশ ঘেঁষে এমনভাবে দাঁড় করানো ছিল যে ট্রেনের ধাক্কায় উল্টে গিয়ে রাস্তায় থাকা গাছের সঙ্গে আটকে যায়। পরে স্থানীয় লোকজন মাইক্রোবাস থেকে সবাইকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে নবজাতক মারদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মিন্টু গুরুতর আহত হন। 

এ বিষয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত