Ajker Patrika

অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০১: ৫১
অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে নুরুল ইসলাম নামে (৭৫) এক বৃদ্ধ হাজতি আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে। 

সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, অর্থঋণ আদালতের একটি মামলায় গতকাল রোববার কারাগারে আসেন নুরুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম। আজ সোমবার ভোরে নুরুল ইসলাম অসুস্থ হলে দ্রুত তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানায়, আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করে। এই মামলায় গতকাল রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত