বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
বরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
১ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৮ ঘণ্টা আগে