Ajker Patrika

সান্তাহারে ৪০টি অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তার ২ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ৩১
সান্তাহারে ৪০টি অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তার ২ 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৃথক দুটি অভিযানে ৪০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার বাসিন্দা আবু হোসেন ডালিম (২৫) ও চা-বাগান এলাকার রমজান মিয়া বাবু (২১)।

জানা গেছে, ভোরে সান্তাহার রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের একটি রেস্তোরাঁর পেছন থেকে ৩২টি অ্যাম্পুল ইনজেকশনসহ আবু হোসেন ডালিমকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সকালে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজের নিচে থেকে আটটি অ্যাম্পুল ইনজেকশনসহ রমজান মিয়া বাবুকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত