নওগাঁ প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে মিথ্যা শেখার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের হলেন তাঁর সহকারী। তাঁরা প্রতিনিয়ত রিজার্ভ, বিদ্যুৎসহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন।’
আজ রোববার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখায় না। অথচ এই সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তারা শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতুসহ এত উন্নয়নের কথা বলেন, এখন টাকা কই? আসলে আওয়ামী লীগের নেতারা এত দিন মানুষকে মিথ্যা উন্নয়নের কথা শুনিয়েছেন। তাঁদের মিথ্যা উন্নয়নের পর্দা তুললে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি।’
বিজভী বলেন, ‘হেফাজতের আন্দোলন দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাইছে শেখ হাসিনা। রাষ্ট্রশক্তিকে কবজা করে আর মানুষকে দমাতে পারবেন না। মানুষ আজ জেগে উঠেছে। অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছেন। জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা আর ঘরে ফিরবে না।’
রুহুল কবির রিজভী বলেন, দেশে যখন নিত্যপণ্যের বাজারে আগুন তখন প্রধানমন্ত্রী গণভবনের পুকুরে চিতল মাছ শিকারে ব্যস্ত। ইদানীং প্রধানমন্ত্রী ভালো সাজার চেষ্টা করছেন। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু হওয়া কঠিন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে রাস্তায় নেমে পড়তে হবে। সেই আন্দোলনের মিছিলে মিটিংয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ আপনারা বাড়িতে ফিরে যাবেন না।’
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিনসহ প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে মিথ্যা শেখার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের হলেন তাঁর সহকারী। তাঁরা প্রতিনিয়ত রিজার্ভ, বিদ্যুৎসহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন।’
আজ রোববার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখায় না। অথচ এই সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তারা শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতুসহ এত উন্নয়নের কথা বলেন, এখন টাকা কই? আসলে আওয়ামী লীগের নেতারা এত দিন মানুষকে মিথ্যা উন্নয়নের কথা শুনিয়েছেন। তাঁদের মিথ্যা উন্নয়নের পর্দা তুললে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি।’
বিজভী বলেন, ‘হেফাজতের আন্দোলন দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাইছে শেখ হাসিনা। রাষ্ট্রশক্তিকে কবজা করে আর মানুষকে দমাতে পারবেন না। মানুষ আজ জেগে উঠেছে। অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছেন। জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা আর ঘরে ফিরবে না।’
রুহুল কবির রিজভী বলেন, দেশে যখন নিত্যপণ্যের বাজারে আগুন তখন প্রধানমন্ত্রী গণভবনের পুকুরে চিতল মাছ শিকারে ব্যস্ত। ইদানীং প্রধানমন্ত্রী ভালো সাজার চেষ্টা করছেন। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু হওয়া কঠিন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে রাস্তায় নেমে পড়তে হবে। সেই আন্দোলনের মিছিলে মিটিংয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ আপনারা বাড়িতে ফিরে যাবেন না।’
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিনসহ প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক।
রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
২১ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২৯ মিনিট আগে