নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন (টিপু) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বায়েজিদ হোসেনকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। পরবর্তী সময়ে বায়েজিদ হোসেন জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার পর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন দেওয়ান ফারুক।
গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সিদ্ধান্ত গৃহীত হবে।
মাসুদ হায়দার সদ্য বিলুপ্ত জেলা যুবদল কমিটির সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। এ বিষয়ে রুহুল আমিন বলেন, ‘২০১৮ সালে অনুমোদিত দুই বছরের জন্য গঠিত জেলা যুবদলের কমিটি প্রায় পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করেছে। আন্দোলন-সংগ্রামের কারণে এত দিন নতুন কমিটি হয়নি। অবশেষে নতুন কমিটি গঠিত হলো। এতে আমরা যাঁরা কমিটিতে পদ পেলাম, তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেল।’
রুহুল আমিন আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের হবে এবং কত দিনের মধ্যে কমিটি বর্ধিত করা হবে, এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা এখনো পাইনি। কেন্দ্রীয় কমিটি যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই করা কাজ করা হবে।’
নওগাঁ জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন (টিপু) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বায়েজিদ হোসেনকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। পরবর্তী সময়ে বায়েজিদ হোসেন জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার পর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন দেওয়ান ফারুক।
গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সিদ্ধান্ত গৃহীত হবে।
মাসুদ হায়দার সদ্য বিলুপ্ত জেলা যুবদল কমিটির সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। এ বিষয়ে রুহুল আমিন বলেন, ‘২০১৮ সালে অনুমোদিত দুই বছরের জন্য গঠিত জেলা যুবদলের কমিটি প্রায় পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করেছে। আন্দোলন-সংগ্রামের কারণে এত দিন নতুন কমিটি হয়নি। অবশেষে নতুন কমিটি গঠিত হলো। এতে আমরা যাঁরা কমিটিতে পদ পেলাম, তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেল।’
রুহুল আমিন আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের হবে এবং কত দিনের মধ্যে কমিটি বর্ধিত করা হবে, এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা এখনো পাইনি। কেন্দ্রীয় কমিটি যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই করা কাজ করা হবে।’
বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্ এয়ার অ্যাস্ট্রা গর্বের সঙ্গে আজ ২৪ নভেম্বর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করল। যাত্রার শুরু থেকেই এয়ার অ্যাস্ট্রা বাংলাদেশে বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করেছে। নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টির নতুন মানদণ্ড স্থাপন করেছে।
৩ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৩৮ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪০ মিনিট আগে