Ajker Patrika

নাটোরে অপর পক্ষের হামলায় পৌর কাউন্সিলরসহ আহত ৬

নাটোর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬: ৩৩
নাটোরে অপর পক্ষের হামলায় পৌর কাউন্সিলরসহ আহত ৬

নাটোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের হরিশপুর বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম কোয়েল ও তাঁর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কাউন্সিলর রানা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পদপদবি না থাকলেও দুই পক্ষই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তা ছাড়া রানা ও কোয়েল নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত।

এলাকাবাসী জানিয়েছে, কাউন্সিলর রানা হোসেনের এলাকারই বাসিন্দা রাশেদুল ইসলাম কোয়েল। এলাকায় আধিপত্য নিয়ে দুজনের মধ্যে বিরোধ রয়েছে। কিছুদিন আগে কোয়েলের বাড়িতে হামলা চালান রানা। এর জেরে আজ বুধবার সকালে অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে হরিশপুর বাস টার্মিনালে অবস্থান নেন এমপি শিমুলের অনুসারীরা। তাঁদের সঙ্গে সেখানে বসে ছিলেন রানা। 

এ সময় মোটর শোভাযাত্রা নিয়ে সেখানে উপস্থিত হন কোয়েল। একপর্যায়ে রানা ও কোয়েলের মধ্যে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় দুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে উপস্থিত জেলা যুবলীগের সভাপতির সামনেই কোয়েলের অনুসারীরা রানাকে কোপ দেয়। তাতে তিনি হাতে আঘাত পান। হামলায় তিনি ছাড়াও পাঁচজন আহত হয়। আহত আশিক ও জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর রানা হোসেন দাবি করেন, ‘অবরোধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিএনপির ক্যাডারদের নিয়ে কোয়েল আমার ওপর হামলা চালিয়েছে।’ 

তবে এ বিষয়ে রাশেদুল ইসলাম কোয়েলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। তাতে রানা গ্রুপের ছয়জন আহত হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম দাবি করেন, রানা ও কোয়েল আওয়ামী লীগের কেউ নন। তাঁদের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত