মোহনপুর উপজেলা আ.লীগের সভাপতি আবদুস সালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪২
Thumbnail image

রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মোহনপুর থানার পুলিশ রাজশাহী মহানগর থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আবদুস সালাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর শ্যালক আয়েন উদ্দিন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। 

ওসি আরও জানান, চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত