সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে বাথান থেকে চুরি হওয়া ৪০টি শূকর উদ্ধার করেছে চৌহালী পুলিশ। এ ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বিনয়চন্দ্র দাস (৩৮) ও নূর মোহাম্মদ ওরফে নুরু (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩২) এবং কিশোরগঞ্জের নীলফামারী এলাকার পলাশ চন্দ্র রায় (২৮)।
চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইর এলাকায় একটি বাথান থেকে ৪০টি বিভিন্ন বয়সের শূকর চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এই অভিযোগের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালে চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০টি শূকর উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের আজ রেবাবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালীতে বাথান থেকে চুরি হওয়া ৪০টি শূকর উদ্ধার করেছে চৌহালী পুলিশ। এ ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বিনয়চন্দ্র দাস (৩৮) ও নূর মোহাম্মদ ওরফে নুরু (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩২) এবং কিশোরগঞ্জের নীলফামারী এলাকার পলাশ চন্দ্র রায় (২৮)।
চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইর এলাকায় একটি বাথান থেকে ৪০টি বিভিন্ন বয়সের শূকর চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এই অভিযোগের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালে চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০টি শূকর উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের আজ রেবাবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৪ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
৪ মিনিট আগেআত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
১৭ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে