সিংড়ায় আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ১১: ৩২
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১: ৩৪

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। 

নিহত রুহুল আমিন সুকাশ ইউনিয়নের দোসোপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। 

রামেকের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওয়ার্ড মাস্টার বলেন, আজ ভোরে রুহুল আমিন মারা যান। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন মারা গেছেন বলে শুনেছি। তবে রাজপাড়া থানা থেকে এখনো আমাদের বিষয়টি জানানো হয়নি। 

উল্লেখ্য, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তাঁর কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে আফতাব নামে একজনকে কোপানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত