উপজেলা পরিষদ নির্বাচন: দেড় ঘণ্টায় মাত্র ১ ভোট

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৩: ০৯
Thumbnail image

উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জের এক কেন্দ্রের একটি কক্ষে দেড় ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি। আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ওই কক্ষে ৯টা ৩৫ মিনিটে মাত্র একজন ভোটার ভোট দেন। 

প্রিসাইডিং অফিসার ফিরোজ আহমেদ বলেন, এই কক্ষে মোট ভোটার ৩৫৭ জন। একটি কক্ষে দেড় ঘণ্টায় মাত্র একজন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৬৯ জন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট দেওয়ার হার ৩.৯৫। 

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আব্দুল হাদী আলমাজি জিন্না (মোটরসাইকেল), ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত-কলম), গোলাম হোসেন শোভন (ঘোড়া) ও আমিনুল ইসলাম শিহাব (আনারস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত