নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকেরা তিন থেকে আট মাস পর্যন্ত বেতন পাননি। দিনের পর দিন বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার রাজশাহী নগরের বিসিক এলাকায় সাকোয়াটেক্স লিমিটেড নামের এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
সাকোয়াটেক্স লিমিটেড এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সাবেক এমপি এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি নবম, দশম ও একাদশ সংসদে রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি লাপাত্তা। দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
এনামুল হক দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হলেও কারখানার শ্রমিকদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে প্রায়ই এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। আজ বুধবার সকাল থেকে তাঁরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কারখানায় গিয়ে ব্যবস্থাপক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তবে বেলা ২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি।
সাকোয়াটেক্স লিমিটেডের ট্রান্সপোর্ট শাখার কর্মচারী চন্দন তরফদার বলেন, বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হতো। অবশেষে গত মে মাসে এক মাসের বেতন দেওয়া হয়। এরপর তাঁকে চাকরিচ্যুত করা হয়। এখনো তিনি আট মাসের বেতন পাবেন। তাঁরা নিদারুণ আর্থিক কষ্টে আছেন। বকেয়া বেতন পরিশোধ না করলে তাঁরা কারখানা থেকে যাবেন না।
শ্রমিকেরা জানান, কারখানায় প্রায় ৩৫০ জন শ্রমিক আছেন। কারও তিন মাস, কারও ছয়, কারও সাত বা আট মাসের বেতন বকেয়া। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে কয়েক মাস আগেই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর গ্যাসে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখা হয়েছিল। গ্যাসের বিল পরিশোধ না করায় আজ এই লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দেখে বকেয়া আদায়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। বকেয়া টাকা ছাড়া তাঁরা এবার ঘরে ফিরবেন না।
কারখানার নিটিং বিভাগের শ্রমিক নাসিম পারভেজ বলেন, ‘আমি ছয় মাসের ১ লাখ ২০ হাজার টাকা পাব। বেতন চাইলেই শুধু কালক্ষেপণ করা হয়েছে। সাবেক এমপি এনামুল শ্রমিকদের ভয়ে অনেক দিন ধরে কারাখানায় আসেন না। নির্বাহী পরিচালক দেখাশোনা করেন। তিনিও এখন ঢাকায় বসে আছেন। কারখানায় আসছেন না। তাঁরা বেকায়দায় পড়েছেন।’
যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক সজল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে কী সমাধান হয় সেটা পরে জানানো হবে।’
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকেরা তিন থেকে আট মাস পর্যন্ত বেতন পাননি। দিনের পর দিন বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার রাজশাহী নগরের বিসিক এলাকায় সাকোয়াটেক্স লিমিটেড নামের এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
সাকোয়াটেক্স লিমিটেড এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সাবেক এমপি এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। তিনি নবম, দশম ও একাদশ সংসদে রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি লাপাত্তা। দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
এনামুল হক দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হলেও কারখানার শ্রমিকদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে প্রায়ই এই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। আজ বুধবার সকাল থেকে তাঁরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কারখানায় গিয়ে ব্যবস্থাপক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তবে বেলা ২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি।
সাকোয়াটেক্স লিমিটেডের ট্রান্সপোর্ট শাখার কর্মচারী চন্দন তরফদার বলেন, বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হতো। অবশেষে গত মে মাসে এক মাসের বেতন দেওয়া হয়। এরপর তাঁকে চাকরিচ্যুত করা হয়। এখনো তিনি আট মাসের বেতন পাবেন। তাঁরা নিদারুণ আর্থিক কষ্টে আছেন। বকেয়া বেতন পরিশোধ না করলে তাঁরা কারখানা থেকে যাবেন না।
শ্রমিকেরা জানান, কারখানায় প্রায় ৩৫০ জন শ্রমিক আছেন। কারও তিন মাস, কারও ছয়, কারও সাত বা আট মাসের বেতন বকেয়া। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে কয়েক মাস আগেই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর গ্যাসে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখা হয়েছিল। গ্যাসের বিল পরিশোধ না করায় আজ এই লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে দেখে বকেয়া আদায়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। বকেয়া টাকা ছাড়া তাঁরা এবার ঘরে ফিরবেন না।
কারখানার নিটিং বিভাগের শ্রমিক নাসিম পারভেজ বলেন, ‘আমি ছয় মাসের ১ লাখ ২০ হাজার টাকা পাব। বেতন চাইলেই শুধু কালক্ষেপণ করা হয়েছে। সাবেক এমপি এনামুল শ্রমিকদের ভয়ে অনেক দিন ধরে কারাখানায় আসেন না। নির্বাহী পরিচালক দেখাশোনা করেন। তিনিও এখন ঢাকায় বসে আছেন। কারখানায় আসছেন না। তাঁরা বেকায়দায় পড়েছেন।’
যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক সজল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে কী সমাধান হয় সেটা পরে জানানো হবে।’
কিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
১১ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেমূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
৩৯ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২ ঘণ্টা আগে