পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
Thumbnail image
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত। ছবি: সংগৃহীত

ভ্যানে চেপে যাচ্ছিলেন মাজেদা বেগম (৪০)। পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা, আহত হন ভ্যানের চালক। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁর স্বামীর নাম বাচ্চু মিয়া।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে পালিয়ে যান চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। আহত হন ভ্যানচালক।

ওসি আরও বলেন, এ ব্যাপারে নিহত নারীর স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত