বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়ের উৎস ও তথ্য গোপন করায় গতকাল বুধবার দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। একই মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠানো হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন। তাঁর দাখিলকৃত সম্পদের তথ্য যাচাইকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি যে দুদক একটি মামলা করেছে।’
মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিধি মেনে অর্জিত সম্পদের আয়কর জমা দেওয়া হয়েছে। সেই তথ্য দুদককে জানানোর পরও তাঁরা মামলাটি দায়ের করেছে।’
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়ের উৎস ও তথ্য গোপন করায় গতকাল বুধবার দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। একই মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠানো হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন। তাঁর দাখিলকৃত সম্পদের তথ্য যাচাইকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি যে দুদক একটি মামলা করেছে।’
মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিধি মেনে অর্জিত সম্পদের আয়কর জমা দেওয়া হয়েছে। সেই তথ্য দুদককে জানানোর পরও তাঁরা মামলাটি দায়ের করেছে।’
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মচারী নিয়োগে আড়াই থেকে চার লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুষ লেনদেনের বিষয় অস্বীকার করেছে।
১৬ মিনিট আগেগ্রাহকের দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ
২৩ মিনিট আগেআলোচিত-সমালোচিত সাময়িক বরখাস্ত হওয়া সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. ইমরান আহম্মেদ তাঁর জামিন দেন...
৪০ মিনিট আগেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে তখন পর্যটকেরা সেন্টমার্টিনমুখী হবেন। তবে আবারও দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৪৪ মিনিট আগে