Ajker Patrika

নন্দীগ্রামের বাজারে এসেছে রসালো ফল লিচু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ৩৪
নন্দীগ্রামের বাজারে এসেছে রসালো ফল লিচু

বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। গত কয়েক দিন ধরে মৌসুমি সুস্বাদু এই ফল পাওয়া যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। বাজারে চাহিদা থাকায় এবং বেশি লাভের আশায় পরিপক্ব হওয়ার আগেই ব্যবসায়ীরা লিচু বাজারে নিয়ে এসেছেন। 

ব্যবসায়ীরা জানান, রাজশাহী ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো সুস্বাদু লিচু বাজারে আসতে আরও ১০-১২ দিন সময় লাগবে। এখন বাজারে যে লিচু এসেছে, সেগুলো অপরিপক্ব এবং আকারে ছোট। এতে রস কিছু মিললেও স্বাদ তেমন ভালো নয়। 

এ বিষয়ে বাজারে লিচু কিনতে আসা আব্দুল মজিদ বলেন, ‘বাজারে মৌসুমি ফল লিচু পাওয়া যাচ্ছে। শুধু মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা। নতুন ফল, তাই ৫০টি ১০০ টাকা দিয়ে কিনলাম। তবে লিচুগুলো এখনো পরিপক্ব হয়নি। তাই এই সময়ের লিচু তেমন মিষ্টি না।’

লিচু ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‘আমরা এই লিচুগুলো যশোর ও নাটোরের নাজিরপুর থেকে কিনে এনেছি। মৌসুম শুরু হলেও বাজারে লিচুর দাম তুলনামূলকভাবে বেশি না। লিচু বিক্রি করছি ১০০টি ২০০ টাকায়। লিচুর এই জাতের নাম মোজাফফর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত