Ajker Patrika

সাড়ে চার মাসে কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬: ২২
সাড়ে চার মাসে কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

মাত্র সাড়ে চার মাসে কোরআনের হাফেজ হয়েছে আট বছরের আশরাফুল ইসলাম। সে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

গত মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে গোপরেখী পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের অনেক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়াসহ হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে প্রায় ১ কোটি হাফেজ রয়েছেন। তবে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করার পরম সৌভাগ্য অর্জন করেছে আশরাফুল ইসলাম। এক অল্প দিনে কোরআন মুখস্থ করার দৃষ্টান্ত খুব বেশি নেই। মুখস্থ করার আগে সে সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শেখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত