সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় নাইচ নামের অপর এক আটো ভ্যানগাড়ি চালক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েস গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পর বালুবাহী ট্রাক্টর চালক সাকিলকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক চালক সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাক কয়েকটি ভ্যান গাড়ি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষকের মৃতদেহ চৌগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বলেন, ট্রাক্টরটি ও চালককে আটক করা হয়েছে। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান ওসি।
নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় নাইচ নামের অপর এক আটো ভ্যানগাড়ি চালক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েস গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পর বালুবাহী ট্রাক্টর চালক সাকিলকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক চালক সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাক কয়েকটি ভ্যান গাড়ি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষকের মৃতদেহ চৌগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বলেন, ট্রাক্টরটি ও চালককে আটক করা হয়েছে। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান ওসি।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে