Ajker Patrika

বগুড়ায় বিএনপির সাবেক নেত্রীর বাড়ির পাশে অবিস্ফোরিত ককটেল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১: ৫২
বগুড়ায় বিএনপির সাবেক নেত্রীর বাড়ির পাশে অবিস্ফোরিত ককটেল

শিবগঞ্জে বগুড়া জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগমের বাড়ির পাশের জমি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এই ককটেল উদ্ধার করা হয়। তবে শুক্রবার রাতে উপজেলা সদরের রাঙ্গামাটি এলাকায় তাঁর খালি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও জানিয়েছেন বিউটি বেগম। 

বিউটি বেগম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বগুড়া জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিলে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাঁকে। 

স্থানীয় বাসিন্দা ও কৃষক সিরাজুল ইসলাম জানান, তিনি শনিবার সন্ধ্যার কিছু সময় আগে বিউটি বেগমের বাড়ির পাশে জমিতে অবিস্ফোরিত ককটেল দেখতে পান। এ ছাড়া শুক্রবার রাত ৯টার দিকে দু-তিনটি ককটেল বিস্ফোরণের শব্দও শুনেছেন।

বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের ধারণা, আমি ভয় পেয়ে নির্বাচন করব না। তবে তাদের ধারণা ভুল। আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত