Ajker Patrika

৯ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী রাকিবের

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 
৯ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী রাকিবের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কসমেটিকস দোকানের মালিক আবদুর রাকিব (২৭) নিখোঁজ হয়েছেন নয় দিন আগে। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। কিন্তু নিখোঁজের পর নয় দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

রাকিবের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি রাকিব। ২৭ আগস্ট গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর ভাই শামিম রেজা। রাকিব রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার বাসিন্দা সাইদুর রহমান ফিটুর ছেলে। রহনপুর বড় বাজারের মা-বাবা কসমেটিকস নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাঁর। 

নিখোঁজ রাকিবের ভাই শামীম রেজা বলেন, গত ২৫ আগস্ট তাঁর ভাই বাড়ি থেকে রহনপুর বাজারে নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর পর আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। এ ঘটনায় তাঁর মা-বাবা, স্ত্রীসহ পুরো পরিবার ভেঙে পড়েছে। রাকিবের নয় মাস বয়সী একটি সন্তান রয়েছে। 

শামীম রেজা জানান, এ ঘটনায় তিনি গোমস্তাপুর থানায় গত ২৭ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর-১১৩২। কিন্তু এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। কেউ তাঁর সন্ধান পেলে মোবাইলে (01868819493) বা নিকটস্থ থানায় জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা চেষ্টা করছি। কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত