Ajker Patrika

পাবনায় কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে ইসরাত জাহান (২০) নামে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার উপজেলার স্বরব গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রী ও সাঁথিয়া উপজেলার স্বরপ গ্রামের আনিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসরাত জাহান পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। তামিম উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এর মধ্যে তামিম ও ইসরাত জাহানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তামিম একপর্যায়ে ইসরাত জাহানের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন। তবে তাঁদের এ প্রেমের সম্পর্ক উভয় পরিবারই মানতে নারাজ।

ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে উভয়ে যাঁর যাঁর বাড়িতে চলে যান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হলেও তাঁদের মধ্যে প্রতি নিয়তিই চলে মোবাইলে যোগাযোগ।

গতকাল বুধবার ভোররাত পর্যন্ত তাঁদের মধ্যে মোবাইলের মেসেঞ্জারে চলে কথা চালাচালি। একপর্যায়ে ইসরাত জাহান তামিমকে জানান এই শেষ দেখা বা কথা বলে মোবাইল বন্ধ করে দেন।

ওই দিন দুপুরে ইসরাত জাহান তাঁর দাদির ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আজ (বৃহস্পতিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত