নওগাঁয় দুই উপজেলায় ককটেল হামলায় আহত ৫, গ্রেপ্তার ১ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৩: ৪৫
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৪: ৫৯

নওগাঁয় পৃথক দুই উপজেলায় ককটেল হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পৃথক থানায় ১০৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলায় এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) এবং আত্রাই উপজেলার শাহিনুল ইসলাম (৪০)। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। তিনি উপজেলার খট্রেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে। 

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ও সমর্থকেরা তিনটি মোটরসাইকেল নিয়ে বড়গাছা এলাকা থেকে রাণীনগরে ফিরছিলেন। পথে বিষ্ণপুর ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর ককটেল হামলা করা হয়। 

তিনি আরও বলেন, হামলায় রাজাপুর গ্রামের জয়নাল সরদার (৫৫), পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) আহত হন। আহতদের রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে চলমান বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের অংশ হিসেবে এলাকাকে অস্থিতিশীল করতে তারা এই হামলা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। 

অন্যদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর অবরোধবিরোধী শান্তি মিছিল নিয়ে দলীয় অফিসে ফিরছিলাম। এ সময় রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে মিছিলে ককটেল হামলা চালায়। ওই হামলায় শাহিনুল ইসলামসহ (৪০) দুজন আহত হন। আহতদের আত্রাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছি।’ 

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ককটেল হামলার ঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে এজাহারনামীয় আটজন এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে মুকুল হোসেনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে রাতেই মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত