Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ-৩: নোঙর প্রতীকের অফিস লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০: ২৬
চাঁপাইনবাবগঞ্জ-৩: নোঙর প্রতীকের অফিস লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নোঙর প্রতীকের নির্বাচনী প্রচার অফিস লুটপাট করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনলেও পুড়ে যায় প্যান্ডেল ও ভেতরে থাকা প্রচারসামগ্রী এবং অন্যান্য আসবাবপত্র। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনএম প্রার্থী আব্দুল মতিন বলেন, ‘আমার প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখাতে এ কাজ করেছে। প্রথমে অফিসে লুটপাট করা হয়। তারপর মালামালসহ অগ্নিসংযোগ করে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘নির্বাচনী অফিসে খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। সে আগুন থেকেই পুরো নির্বাচনী অফিস পুড়েছে। আগুন লাগার ঘটনাটি আমরা তদন্ত করছি। নোঙর প্রতীকের প্রার্থী যদি অভিযোগ দেয়, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত