Ajker Patrika

চা খেতে বেরিয়ে তরুণ নিখোঁজ, পরদিন খেতে মিলল চোখ ওপড়ানো লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
চা খেতে বেরিয়ে তরুণ নিখোঁজ, পরদিন খেতে মিলল চোখ ওপড়ানো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খেত থেকে স্বপন (২০) নামের এক তরুণের চোখ ওপড়ানো ও মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাঁর মরদেহে উদ্ধার করে পুলিশ। 

নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্বপন কামারখন্দ উপজেলার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেছেন। 

নিহত স্বপনের বাবা শফিকুল ইসলাম বলেন, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপন। এরপর সারা রাত সে বাড়ি ফিরে আসেনি। রাতে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় তাকে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। 

স্বপনের ছোট ভাই নয়ন ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকাল ১০টার দিকে ফসলি জমির মধ্যে আমার ভাইকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে তখন আশপাশের লোকজন এগিয়ে আসে।’ 

উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিমও কাজ করে। লাশের মাথা থেঁতলানো আর এক চোখ ওপড়ানো ছিল।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত