নওগাঁয় ঘরে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ, স্বামী উধাও

নওগাঁ প্রতিনিধি
Thumbnail image

নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাট চকগৌরি এলাকার চালকলের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চালকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা চাতালে শ্রমিকদের ঘরেই বসবাস করতেন। গতকাল শনিবার রাতে লাইলী ও তাঁর স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী ও শামীম কাজে না যাওয়ায় অন্য শ্রমিকেরা তাঁদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। তাঁর স্বামী শামীম হোসেন ঘরে নেই। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই নারী শ্রমিকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁর স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত