গুরুদাসপুরে পাওনা টাকা আদায়ের জেরে যুবলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮

প্রতিনিধি, নাটোর 
Thumbnail image
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংঘর্ষে আহতদের স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির ৮ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে রাকিবকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির ৮ জন আহত হয়।

আহতদেরকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত