Ajker Patrika

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৭ মে ২০২৪, ১৩: ৫৭
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মো. ভুট্টু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

নিহত মো. ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে। 

রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিহত যুবক ভুট্টু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসতে দেখে কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত