মা দিবসে শিশুকন্যাকে ফিরে পেতে থানায় মায়ের অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

মা দিবসে শিশুকন্যাকে কাছে পেতে থানায় অভিযোগ করেছেন এক মা। আজ রোববার নাটোরের লালপুর থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মিতু খাতুন (২৮) নামে এক নারী।

মিতুর অভিযোগ, উপজেলার বিলমাড়িয়া ইউপির রহিমপুর গ্রামের রবিউল তাঁর স্বামী। রবিউল ছেলেকে আটকে রেখে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ১২ বছর আগে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুরের জামালের মেয়ে মিতুর সঙ্গে লালপুর উপজেলার রহিমপুর গ্রামের সামশুল মণ্ডলের ছেলে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকে। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। গতকাল শনিবার দুই বছরের শিশুসন্তান রোজাকে আটকে রেখে মিতুকে বাড়ি থেকে বের করে দেন রবিউল। এ বিষয়ে লালপুর থানায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মিতু। 

লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মায়ের কোলে শিশুকন্যা রোজাকে ফিরে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত