রাজশাহীতে আ.লীগ নেতা ডাবলুর বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১৪: ২৯
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫: ১০

রাজশাহীতে আপত্তিকর ভিডিও ইস্যুতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষো মিছিল ও সমাবেশ হয়েছে। আজ রোববার (৫ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহী আওয়ামী পরিবারের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা আইনজীবী আবু রায়হান মাসুদ। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় দেখতে চাই। এ কারণে আওয়ামী লীগের মধ্যে যেসব রাজাকার পরিবার ঢুকে পড়ে কুরুচিপূর্ণ কাজ করে দলকে নষ্ট করছে, তাদের সরিয়ে দিতে হবে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তাঁর এই নৈতিক স্খলন যদি আমরা মেনে নিই, তাহলে আগামী দিনে বিরোধী দল আমাদের ওপর আক্রমণ করবে। ধর্মপ্রাণ মুসলমানরা আগামী দিনে আওয়ামী লীগকে ব্যভিচারী সংগঠন হিসেবে বিবেচনা করবে। তাই আমরা চাই ডাবলু সরকারের শাস্তি হোক।’ 

আবু রায়হান মাসুদ আরও বলেন, ‘ডাবলু সরকারের প্রতি আহ্বান, তিনি আপাতত স্বেচ্ছায় নিজেকে গুটিয়ে নিয়ে মেডিকেল বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করুক। তারপর তিনি পার্টিতে ফিরে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। না হলে আওয়ামী লীগ তাঁর জন্য কলঙ্কিত হবে।’ 

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শোভা সরকার, সাবেক কৃষক লীগ নেতা মেহবুব রশীদ বাবু, মো. মোবাশ্বের, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান বুলবুল, আব্দুল হালিম, মো. উজ্জ্বল প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ডাবলু সরকারের মুখ দেখা গেছে। তবে এই ভিডিও ছড়ানোর অভিযোগে ১৮ ফেব্রুয়ারি নগরীর বোয়ালিয়া থানায় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। এতে তিনি দাবি করেছেন, ভিডিওটি সম্পাদন করা। ভিডিওতে থাকা ব্যক্তির মুখটি তাঁর। তবে শরীরের নিচের অংশ অন্য কারও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত