শিশু ধর্ষণ মামলার ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২০

নাটোরের বাগাতিপাড়ায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. দুলাল (২৯) নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।

নাটোর আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান জানান, ২০১১ সালের ৩ জুলাই সকালে সাত বছর বয়সী শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দুলাল তাকে ধর্ষণ করেন। এ সময় দুলালের চাচাতো বোন ঘটনাটি দেখে ওই শিশুর মাকে জানালে তিনি এসে মেয়েকে উদ্ধার করে এবং সে সময় দুলাল পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর দাদা দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৩ বছর পরে এ রায় দিলেন বিচারক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত