প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে সিসিটিভিতে দেখে আসলাম উদ্দিন নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারে শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে দোকান ঘরের টিন কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটে।
ভেল্লাবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, শুক্রবার রাতে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরের দিন শনিবার সকাল ৭টার দিকে দোকান খুলে দেখেন, দোকানের ছাউনির টিন কেটে নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে।
তার চিৎকারে স্থানীয় জনগণ দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে কালুপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আসলাম উদ্দিনকে (৩৫) চোর শনাক্ত করে। পরে এলাকার জনগণসহ গ্রাম পুলিশের সহায়তায় আসলামকে আটক করে। দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে রামকৃষ্ণপুর গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে বাজারের চা বিক্রেতা মো. আজিরুল ইসলাম (৩০), জামশেদ আলীর ছেলে হানিফ (৩৫) ও টুনি মন্ডলের ছেলে রতন আলীকে (২৮) আটক করে।
এ সময় আসলামের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। খবর পেয়ে আটক ৪ জনকে উদ্ধার করে লালপুর থানা পুলিশ নিয়ে আসে।
লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে জনতাদের আটককৃত ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর চুরিকৃত মামলামাল আসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদের এ ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দোকানদার আনিসুর রহমান বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নাটোরের লালপুরে সিসিটিভিতে দেখে আসলাম উদ্দিন নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারে শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে দোকান ঘরের টিন কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটে।
ভেল্লাবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, শুক্রবার রাতে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরের দিন শনিবার সকাল ৭টার দিকে দোকান খুলে দেখেন, দোকানের ছাউনির টিন কেটে নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে।
তার চিৎকারে স্থানীয় জনগণ দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে কালুপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আসলাম উদ্দিনকে (৩৫) চোর শনাক্ত করে। পরে এলাকার জনগণসহ গ্রাম পুলিশের সহায়তায় আসলামকে আটক করে। দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে রামকৃষ্ণপুর গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে বাজারের চা বিক্রেতা মো. আজিরুল ইসলাম (৩০), জামশেদ আলীর ছেলে হানিফ (৩৫) ও টুনি মন্ডলের ছেলে রতন আলীকে (২৮) আটক করে।
এ সময় আসলামের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। খবর পেয়ে আটক ৪ জনকে উদ্ধার করে লালপুর থানা পুলিশ নিয়ে আসে।
লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে জনতাদের আটককৃত ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর চুরিকৃত মামলামাল আসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদের এ ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দোকানদার আনিসুর রহমান বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
৫ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
১৯ মিনিট আগেছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৪২ মিনিট আগে