১৫ দিন কারাভোগ শেষে বিএনপির ১২ নেতা–কর্মীর জামিন

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৪: ৩৬
জামিন পাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক আইনের মামলায় ১৫ দিন কারাভোগ শেষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মনসিন রেজা বিপ্লব, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও নাসির উদ্দিন রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদার, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, সোনামুখী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু, নিশ্চিন্তপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিলু ও বিএনপি কর্মী আশাদুল ইসলাম।

গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম জামিন পেলেও ১২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০২২ সালে বিস্ফোরক আইনে কাজীপুর থানায় মামলা দায়ের করেন কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ১৪ জন শীর্ষস্থানীয় নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত