বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন কন্যাসন্তানের জন্মের পর তাদের লালনপালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। গত রোববার উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্মদানকারী মায়ের নাম আম্বিয়া বেগম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। নুর ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় সোনার দোকানের কর্মচারী।
আম্বিয়া খাতুন বলেন, ‘২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ে পরের বছর একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। একটি কন্যাসন্তানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এভাবে যে তিন কন্যার জন্ম হবে ভাবতে পারিনি। তাদের জন্ম হওয়ায় আমার পরিবার অনেক খুশি। তবে লালনপালন নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নুর ইমলাম বলেন, ‘আমি একটি জুয়েলারির দোকানের কর্মচারী। সামান্য কিছু টাকা বেতন দিয়ে সংসার চলে। তিন সন্তানের জন্মের দিন থেকে দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে সব কাজ করছি। শুধু তাই নয়, হাসপাতালের বিল তো রয়েছেই।
নুর ইমলাম আরও বলেন, ‘আমার ছেলেসন্তানটি অসুস্থ। তার গলায় অপারেশন করাতে হবে। সবকিছু মিলিয়ে আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসাইন বলেন, শিশু ও মা সুস্থ আছে। জন্মের সময় দুটি শিশুর ওজন ২ কেজি করে ও একটির ২ কেজি ২০০ গ্রাম হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন কন্যাসন্তানের জন্মের পর তাদের লালনপালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। গত রোববার উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্মদানকারী মায়ের নাম আম্বিয়া বেগম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। নুর ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় সোনার দোকানের কর্মচারী।
আম্বিয়া খাতুন বলেন, ‘২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ে পরের বছর একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। একটি কন্যাসন্তানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এভাবে যে তিন কন্যার জন্ম হবে ভাবতে পারিনি। তাদের জন্ম হওয়ায় আমার পরিবার অনেক খুশি। তবে লালনপালন নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নুর ইমলাম বলেন, ‘আমি একটি জুয়েলারির দোকানের কর্মচারী। সামান্য কিছু টাকা বেতন দিয়ে সংসার চলে। তিন সন্তানের জন্মের দিন থেকে দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে সব কাজ করছি। শুধু তাই নয়, হাসপাতালের বিল তো রয়েছেই।
নুর ইমলাম আরও বলেন, ‘আমার ছেলেসন্তানটি অসুস্থ। তার গলায় অপারেশন করাতে হবে। সবকিছু মিলিয়ে আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসাইন বলেন, শিশু ও মা সুস্থ আছে। জন্মের সময় দুটি শিশুর ওজন ২ কেজি করে ও একটির ২ কেজি ২০০ গ্রাম হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৫ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে