মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৬: ০৮

পাবনার চাটমোহরে পচা ও নিম্নমানের খেজুর বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী। অভিযানে পুরাতন বাজারে পচা খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় দাস অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা না থাকায় দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে ভোক্তা অধিকারের অভিযানের খবর পেয়ে তরমুজ ব্যবসায়ীরা দাম কমিয়ে বিক্রি শুরু করেন। সকাল থেকে যেসব তরমুজ ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল, সে সময় তা ৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত