Ajker Patrika

বাঘায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১: ৫৬
বাঘায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশকে (দফাদার) মারধরের অভিযোগে ইউপি সদস্য সাকিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।

সাকিম উদ্দিন বাউসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি ভেড়ালীপাড়া গ্রামের মৃত সাকের উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাউসা ইউনিয়ন পরিষদের দফাদার মোমিন উদ্দিন শুক্রবার রাত ৮টার দিকে পরিষদে ডিউটিরত ছিলেন। এ সময় সাকিম উদ্দিন মদ্যপ অবস্থায় পরিষদে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করেন। এ সময় গ্রাম পুলিশ গালিগালাজ করতে নিষেধ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করেন সাকিম। পরে স্থানীয় লোকজন দফাদারকে উদ্ধার করে বাউসা বাজারের এক দোকানে রাখেন। সেখানে গিয়ে তাঁকে আবারও মারধর করেন সাকিম। একপর্যায়ে বাজারের লোকজন ইউপি সদস্য সাকিম উদ্দিনকে পরিষদে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মদ্যপ অবস্থায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইউপি সদস্যের মদপানের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন কারণে-অকারণে মদ্যপ অবস্থায় পরিষদে এসে আবোল-তাবোল ভাষায় কথা বলেন। কেউ এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে নিষেধ করলে উল্টো তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। নির্বাচনের পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষে স্থানীয় সরকার বিভাগকে অবগত করা হবে।’

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ইউপি সদস্য সাকিম উদ্দিন দীর্ঘদিন ধরে মদ খেয়ে এলাকায় অশান্তি করে আসছিলেন। এমন অভিযোগ আগে থেকেই ছিল। তাঁকে মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করা হলে তাঁর মদ খাওয়ার সত্যতা পাওয়া গেছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত