Ajker Patrika

যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে ঘটনাস্থলেই স্কুলছাত্র এসএম মুগনি আলী ছোটর (১৪) মরদেহ ভেসে উঠে।

এর আগে গত শনিবার বগুড়া সারিয়াকান্দিতে বেড়াতে এসে যমুনায় গোসল করতে নেমে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়েছিল। সে বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। ছোট বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে ছোট তার মা-বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সঙ্গে শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে আসে। এ সময় তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে যায়। আছরের নামাজের সময় তারা কালিতলা গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পার্শ্বে বাটির চরের এক ডুবোচরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কলে রাজশাহী ডুবুরি দল গতকাল রোববার সকাল হতে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। খোঁজ না হাওয়ায় আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে রাজশাহী ডুবুরি দল। এরপর দুপুর ১২ টা ২০ মিনিটে তার মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, সোমবার সকাল পর্যন্ত যমুনা নদীতে ব্যাপক খোঁজাখুঁজির পরও নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান ডুবুরি দল পায়নি। পরে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজতে সারিয়াকান্দি থানা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে কাজ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত