Ajker Patrika

আমের ক্যারেটে মিলল ৪২৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আমের ক্যারেটে মিলল ৪২৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৪২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ৫ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কানসাট ব্রিজের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইদ্রিশ আলী (৫৫) নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। 

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। অটো ভ্যানে করে আমের ক্যারেটে ফেনসিডিল পাচারের খবর আসে। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত