নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে রিফর্মেশন কমিউনিটি অব বাংলাদেশের (আরসিবি) বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির আরেক অ্যাডমিন।
আজ শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। এর আগে সংগঠনের এক অ্যাডমিনও সংবাদ সম্মেলন করে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার্তদের জন্য সংগ্রহ করা সব টাকা নোয়াখালীতে পাঠানো হয়েছে। সংগঠনের এক সদস্য নিজেই গিয়েছেন।
এর আগে ২৮ আগস্ট সংগঠনের অ্যাডমিন ফরহাদ হোসেন, শামীমা সুলতানা মায়া ও রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অ্যাডমিন প্যানেলের অন্য একজনের নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবী পূর্বাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু তাঁরা সেই টাকা বন্যার্তদের দেননি।
এর প্রতিবাদে আজ শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে আরেক অ্যাডমিন মো. জুলফিকার বলেন, সংগঠনের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে টাকা সংগ্রহ হয়েছে, তা নিয়ে নোয়াখালী গিয়েছেন সংগঠনের আরেক সদস্য। একটি টাকাও আত্মসাৎ করা হয়নি।
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য পরিকল্পিতভাবে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
রাজশাহীতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে রিফর্মেশন কমিউনিটি অব বাংলাদেশের (আরসিবি) বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির আরেক অ্যাডমিন।
আজ শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। এর আগে সংগঠনের এক অ্যাডমিনও সংবাদ সম্মেলন করে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার্তদের জন্য সংগ্রহ করা সব টাকা নোয়াখালীতে পাঠানো হয়েছে। সংগঠনের এক সদস্য নিজেই গিয়েছেন।
এর আগে ২৮ আগস্ট সংগঠনের অ্যাডমিন ফরহাদ হোসেন, শামীমা সুলতানা মায়া ও রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অ্যাডমিন প্যানেলের অন্য একজনের নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবী পূর্বাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু তাঁরা সেই টাকা বন্যার্তদের দেননি।
এর প্রতিবাদে আজ শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে আরেক অ্যাডমিন মো. জুলফিকার বলেন, সংগঠনের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে টাকা সংগ্রহ হয়েছে, তা নিয়ে নোয়াখালী গিয়েছেন সংগঠনের আরেক সদস্য। একটি টাকাও আত্মসাৎ করা হয়নি।
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য পরিকল্পিতভাবে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৫ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১২ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪১ মিনিট আগে