ঢামেক প্রতিবেদক
রাজধানীর লালাবাগ শহীদনগর এলাকার এক বাসায় মাদ্রাসা পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগ শহীদনগর বউবাজার এলাকা থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন আক্তারের (১৪) গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাচারি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে শহিদনগর বউবাজার এলাকায় একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত।
হাসপাতালে শারমিনের বড় বোন সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, শারমিনকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে পড়াশোনা করত না। দুপুরে বাসায় শারমিনকে রেখে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
সাথী আক্তার আরও বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শারমিনকে নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে এএসআই জানান, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে ফাঁসির কারণ জানাতে পারেননি স্বজনরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে লালবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে।
রাজধানীর লালাবাগ শহীদনগর এলাকার এক বাসায় মাদ্রাসা পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগ শহীদনগর বউবাজার এলাকা থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন আক্তারের (১৪) গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাচারি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে শহিদনগর বউবাজার এলাকায় একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত।
হাসপাতালে শারমিনের বড় বোন সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, শারমিনকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে পড়াশোনা করত না। দুপুরে বাসায় শারমিনকে রেখে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
সাথী আক্তার আরও বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শারমিনকে নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে এএসআই জানান, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে ফাঁসির কারণ জানাতে পারেননি স্বজনরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে লালবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে